প্রশ্ন : ১। একজন মুসল্লী যোহরের সুন্নাত পড়ছে ইতিমধ্যে ইকামত হয়ে গেছে। তখন তার করনীয় কি? ২। ফজরের একামত হয়ে যাওয়া মাত্র আমি এসেছি। সুন্নাত পড়তে পারি নাই। এখন আমার করনীয় কি এবং কখন সুন্নাত পড়ব?
উত্তর :১। যদি দুই রাকাআতের কম পড়া হয়ে থাকে তবে দুই রাকাআতে সালাম ফিরিয়ে দিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। এই দুই রাকাআত নফল হয়ে যাবে এবং পরে এই সুন্নাত পড়ে নিবে। আর দুই রাকাআতের বেশি পড়া হয়ে গেলে চার রাকাআত শেষ করে জামাআতে শরীক হবে।–হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা ৪৫১; আল বাহরুর রায়েক ২/১২৫
২। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1527