প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। আমার মায়ের ভরনপোষন করি আমি, কিন্তু আমার মা মারা যাওয়ার পর আমার আগ্রহ এবং সামর্থ্য থাকার সত্ত্বেও আমার বোন জামাই কাফনের কাপড় কিনে নিয়ে আসে। অনেক চেষ্টার পরও সে টাকা নেয়নি। এখন আমি কি করতে পারি বা কোন ক্ষতি হবে কিনা? ২। আর রোযা এবং নামাযের কাফফারা কিভাবে আদায় করতে হয়? দয়া করে একটু জানাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। কোন সমস্যা নেই।
২। মৃত ব্যক্তির নামায ও রোযার ফিদয়া আদায় করার নিয়ম হল, যদি মায়্যিত ওসিয়ত না করে থাকে তবে ফিদয়া দেওয়া জরুরী নয়। এরপরেও বালেগ ওয়ারিশগণ স্বেচ্ছায় দিতে চাইলে প্রতিটি রোযার জন্য একটি ফেতরা পরিমান (৭০ টাকা) সদকাহ করবে। আর প্রত্যেক ফরজ নামায ও বিতিরের জন্য একেকটি করে ফেতরা পরিমান সদকাহ করবে। অর্থাৎ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায এবং বিতির নামায, মোট ছয়টা ফিদয়া আদায় করবে। আর ফিদয়া কোন গরীবকে দিতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৫; রদ্দুল মুহতার ২/৭২, ৭৩; আল বাহরুর রায়েক ২/১৬০