প্রশ্ন : بين كل اذانين صلوة الا المغرب হযরত আমার প্রশ্ন হচ্ছে এই হাদীসটি কতটুকু বিশুদ্ধ? আর এই হাদীসটি সিহাহ সিত্তাহ এর কোন কিতাবে আছে? যদি একটু জানাতেন খুব ভালো হত।
উত্তর :হাদীসটি হাসান পর্যায়ের, যা মূলত সহীহ হাদীসেরই একটি প্রকার। তবে এর সমর্থন অন্যান্য সহীহ হাদীসে পাওয়া যায়। হাদীসটি মুসনাদে বাযযার, সুনানে বাইহাকী, সুনানে দারাকুতনী প্রভৃতি কিতাবে রয়েছে।