প্রশ্ন : হুজুর আপনার কাছে প্রশ্ন করে ছিলাম যে, মাদ্রাসার ছাত্রকে তার বাবা মাকে জানিয়ে বেতন ও বোডিং খরচ দিলে যাকাত আদায় হবে কিনা। আপনি উত্তর দিয়েছেন হবে। তো আমি গত কয়েক মাসের বকেয়া বিল তাদের পক্ষ থেকে পরিশোধ করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যতবার মাদ্রাসায় গিয়ে বা বিকাশে তাদের বিল পরিশোধ করবো ততবারই কি তার বাবা মাকে জানাতে হবে নাকি একবার জানানো যে আপনার ছেলের প্রতি মাসের খরচ আমি দিয়ে দিবো এর দ্বারাই যথেষ্ট হবে? জাযাকাল্লাহু খাইরন।
উত্তর :একবার জানালেই হবে।