প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। শাওয়ালের ও আইয়ামে বীযের রোযা একসাথে নিয়ত করলে কি হবে? ২। ক্বাযা, শাওয়ালের ও আইয়ামে বীযের রোযা একসাথে নিয়ত করলে কি হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হবে।
২। না, ক্বাযা রোযার সাথে নফল রোযার নিয়ত করলে শুধু ক্বাযা রোযা আদায় হবে, নফল হবে না। নফল রোযা পৃথকভাবে রাখতে হবে।-ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬/১৯৭

Loading