প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি জানি যে ৪ রাকাআত ওয়ালা ফরজ নামাযের শেষের দুই রাকাআতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় না। কিন্তু আমি যদি ইচ্ছা করে ৪ রাকাআতেই সূরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ি তাহলে কি কোন সমস্যা হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
কেন, সূরা মিলাতে হয় না জেনেও আপনি কেন ইচ্ছা করেই সূরা মিলাবেন? আপনার রাসূল তা করেননি জেনেও তা কেন করবেন? নামাযও কি নিজের মনমত পড়বেন? আসলে সবকিছু (এমনকি ইবাদাত বন্দেগীও) মনমত করা আমাদের অনেক বড় একটি রোগ হয়ে দাঁড়িয়েছে।
ফরজ নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাআতে ইচ্ছাকৃত/ অনিচ্ছাকৃত সূরা ফাতেহার সাথে অন্য কোন সূরা মিলালে নামায হয়ে যাবে। তবে তা খেলাফে সুন্নাত।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আল বাহরুর রায়েক ২/১৬৭