প্রশ্ন : (উত্তরটা একটু তাড়াতাড়ি দিলে উক্ত স্থানে আবেদন করতাম) আসসালামু আলাইকুম, SEIP এবং BRTC এর যৌথ উদ্যোগে একটি প্রশিক্ষণ কোর্স চালু আছে। প্রশিক্ষন চলাকালীন সময়ে দৈনিক প্রশিক্ষনার্থীকে উল্টো আরো ১০০ টাকা করে দিবে এবং চাকুরীর ব্যবস্থা করে দিবে। উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন করা এবং ১০০ টাকা নেয়া জায়েয হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর প্রদানে দেরি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ব্যথিত। আসলে ব্যস্ততার কারণে বেশ কিছু দিন muftihusain.com এ ঢুকতেই পারিনি।
হ্যাঁ, উভয়টি জায়েয।

Loading