প্রশ্ন : আসসালামু আলাইকুম, ঈদের দিন মোবাইলে মেসেজ দিয়ে বন্ধু আত্মীয় স্বজনদের যে শুভেচ্ছা জানানো হয় তা কি ইসলামী তরীকায় ঠিক আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এমনিতে আনন্দ প্রকাশার্থে একে অপরকে শুভেচ্ছা জানাতে কোন অসুবিধা নেই। তবে সাহাবায়ে কেরাম একে অপরকে ঈদের অভিনন্দন জানানোর সময় تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ বলতেন।–সুনানে বাইহাকী, হাদীস নং ৬৫১৯; তাবারানী, আল মুজামুল কাবীর ২২/৫২

Loading