প্রশ্ন : আস্সালামু আলাইকুম, মুহতারাম। আমি শুনেছি যে, রোযার নিয়ত ফজরের আগে করলে সেটা যে নির্ধারিত নিয়ত আছে সেটাই হবে। আর নিয়ত ফজরের পরে করলে সেটা পরিবর্তন হয়ে যাবে ( যার বাংলা- আমি ভাত খেয়ে একটি ফরজ রোযা রাখার নিয়ত করিলাম)। মুহতারাম, এখন আমার প্রশ্ন হলো যে, উপরোল্লিখিত তথ্যটি কি সঠিক? জাযাকাল্লাহ্ খয়রান।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, ঠিক নয়। বরং উভয় অবস্থায় আমি “আজ রোযা রাখলাম” বলা বা অন্তরে আনাই যথেষ্ট।
উল্লেখ্য যে, ফরজ রোযার নিয়ত দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করা যায়।–রদ্দুল মুহতার ২/৩৭৭