প্রশ্ন : আমার কাছে নগদ আছে ১৫,০০০ টাকা, ব্যবসায়িক পণ্য ৪০,০০০ টাকার, সন্তানদের রুপার অলংকার ৩০০০ টাকার। আর আমার মোট দেনার পরিমাণ ২৪,০০০ টাকা। এ ক্ষেত্রে আমার যাকাত কিভাবে পরিমাপ করতে হবে বলবেন কি?

উত্তর :

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার আর কোন যাকাতযোগ্য সম্পদ না থেকে থাকলে যাকাত ফরজ হবে না।

Loading