প্রশ্ন : ১. এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী সম্পর্কে ইসলাম কি বলে? মহাবিশ্বের কোথাও কি বুদ্ধিমত্তা সম্পন্ন কোন প্রাণী থাকা সম্ভব? ২. ডাইনোসর কি পৃথিবীতে সত্যিই ছিল? ডাইনোসর সম্পর্কে কুরআন ও হাদীসে কোন আলোচনা কি আছে? ৩. ইয়াযুয-মাযুয পৃথিবীর কোথায় আছে? যদি তারা পৃথিবীতেই থাকে তাহলে স্যাটেলাইটের মাধ্যমে তাদের খুঁজে বের করা কি মানুষের পক্ষে সম্ভব?

উত্তর :

১+২। এগুলোর সাথে আমল আকীদার কোন সম্পর্ক নেই। তাই অনেক জরুরী প্রশ্ন পেন্ডিং এ থাকার কারনে উত্তর দেওয়া থেকে বিরত থাকলাম।
৩। এ বিষয়ে মতবিরোধ রয়েছে। নির্ভরযোগ্য মত অনুযায়ী তারা উত্তর ভূখণ্ডে অবস্থিত ককেসাশ পর্বতমালায় যুল কারনাইন এর নির্মিত প্রাচীরের ওপারে আছে। (দেখুন মাআরিফুল কুরআন, সূরা কাহাফ, আয়াত ৯৩-৯৭)

Loading