প্রশ্ন : নামাযের ভিতরে টর্চ লাইট জালানো যাবে কি?
উত্তর :যদি জালাতে গিয়ে এমন কোন কাজ করতে হয় যে, যে অবস্থায় কেউ দেখলে নামাযী মনে করবে না, তবে নামায ভেঙ্গে যাবে। অর্থাৎ আমলে কাসীর হলে নামায ভেঙ্গে যাবে। আর যদি এক হাত দ্বারা স্বল্প পরিসরে দ্রুত জালানো যায় এবং উক্ত অবস্থায় কেউ দেখলে নামাযীই মনে করে তবে নামায নষ্ট হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/১০২; বাদায়েউস সানায়ে ২/১৪৬