প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত। কেউ যদি অন্যমনস্কভাবে বা অনিচ্ছাকৃতভাবে মুখের জমাকৃত থুতু/কফ গিলে ফেলে তবে কি রোযা ভেঙ্গে যাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, ভাঙবে না। তবে মুখে থুতু একত্রিত করে তা ইচ্ছাকৃত গিলে ফেলা মাকরূহ।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯