প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো: ১। ইমাম এর পিছনে ইক্তিদা করা অবস্থায় মুক্তাদি ওয়াজিব তরক করলে বা ভুল করলে করণীয় কি? যে ভুলে একা নামায পড়লে সাহু সিজদাহ হিতে হতো। ২। আজকের ৮ম রোযা সেহরী শেষ সময় কোথাও দেওয়া ৩:৪২; আমি ভাবছি সময় আছে আর আযান তো পরে দেয়। নিরাপদ ভেবে অর্থাৎ ১/২ মিনিট আছে ভেবে ওষুধ খাই। তখন ৩:৪৫ ছিলো। আযান কিন্তু ৩:৪৮ এর পর থেকে প্রায় মসজিদে দেওয়া শুরু হয়েছে। এখন হযরত আমার আজকের রোযা কি হবে? না পরে কাযা আদায় করা লাগবে। ৩। হযরত ইচ্ছাকৃত নামায পড়ে না, রোযাও রাখে না, নসিয়তও কাজ হয় না; এদের সাথে কি ইফতারী খাওয়া, থাকা-খাওয়া না করা উত্তম?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1892
২। সাহরি ও ইফতারের সময়সূচীতে সতর্কতামূলক কয়েক মিনিট (যা অধিকাংশ ক্ষেত্রে ৫ মিনিট হয়) কমিয়ে দেওয়া থাকে। এখন যদি সেই সতর্কতামূলক সময়ের মধ্যে আপনার ওষুধ খাওয়া পড়ে তবে রোযা হয়ে গিয়েছে।
উল্লেখ্য যে, রোযার ক্ষেত্রে এমন উদাসীনতা ও অবহেলা না দেখান চাই।
৩। এড়িয়ে চলতে পারলে ভালো।

Loading