প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আয়াতুল কুরসী দিয়ে নামায পড়েছি। আয়াতুল কুরসীর শেষে ওয়ালা ইয়াউ-দুহু হিফযুহুমা ওহুওয়াল “আলিউল আযীম” এর পরিবর্তে ভুলে “আলিইল আযীম”। অর্থাৎ পেশকে যের দিয়ে পড়েছি। নামায হয়েছে কি? নাকি দোহরাতে হবে? জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, নামায হয়ে গিয়েছে। দোহরাতে হবে না।–রদ্দুল মুহতার ১/৬৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৮০

Loading