প্রশ্ন : বর্তমান যামানায় কেউ যদি বিবাহের আগে জিনা করে বসে তবে তার ইসলামী শাস্তি যে ১০০ বেত্রাঘাত তা কিভাবে আদায় করবে? সে যদি নিজের ইচ্ছায় এটা এই জন্য আদায় করতে চায় যে, যাতে আখেরাতে পাকড়াও হতে না হয় তাহলে কি করণীয়? আর যদি কারো একাধিক যিনা থাকে তবে তার ক্ষেত্রে কি প্রতি জেনার জন্য আলাদা ১০০ হিসাব করা হবে নাকি একবার ১০০ বেত্রাঘাতের দ্বারা পূর্বের সব যিনার কাফফারা আদায় হয়ে যাবে? জানালে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরন।
উত্তর :এ সকল দণ্ডবিধি বাস্তবায়ন করার দায়িত্ব ইসলামী হুকুমাতের। ইসলামী হুকুমাত ব্যতীত অন্য কারো জন্য এই দণ্ডবিধি প্রতিষ্ঠা করা জায়েয নেই। আর ইসলামী হুকুমাতের দ্বারা উক্ত দণ্ডবিধি বাস্তবায়িত হলেও সে আখেরাতে মুক্তি পেয়ে যাবে বিষয়টি এমন নয়। বরং এই শাস্তি শুধুমাত্র আইন-শৃঙ্খলা ও জনগণের শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য দেওয়া হয়। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের অপরাধ করার সাহস না পায়। এ শাস্তি শুধুমাত্র দুনিয়ার নিয়ম ঠিক রাখার স্বার্থে। আর গুনাহ মাফ হওয়ার জন্য মনে প্রাণে অনুতপ্ত হয়ে উক্ত গুনাহ ছেড়ে দিয়ে ভবিষ্যতে আর উক্ত গুনাহ না করার পাক্কা নিয়ত করে খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করা জরুরী। কাজেই উক্ত ব্যক্তি খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করবে।–সূরা নিসা, আয়াত ১৭; ফাতাওয়া হিন্দিয়া ২/১৪৩; রদ্দুল মুহতার ৪/৬৫; ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা ৯০৯, ৯১০