প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। ইশরাকের ৪ রাকাআত নামায একবারেই আদায় করা যাবে? ২। চাশতের ১২ রাকাআত নামায একবারেই আদায় করা যাবে? ৩। আওয়াবীনের ৬ রাকাআত নামায একবারেই আদায় করা যাবে? ৪। তাহাজ্জুদের ৮ রাকাআত নামায একবারেই আদায় করা যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩+৪। রাতের নফল নামায এক সালামে সর্বোচ্চ আট রাকাআত পর্যন্ত পড়া যায়। আর দিনে চার রাকাআত পড়া যায়। তবে দুই দুই রাকাআত করে পড়া উত্তম। কাজেই ইশরাক ও চাশতের নামায চার রাকাআত করে পড়তে পারবেন যদিও দুই রাকাআত করে পড়া উত্তম। আর আওয়াবীন ও তাহাজ্জুদের নামায সর্বোচ্চ আট রাকাআত করে পড়তে পারবেন।-আদ্দুররুল মুখতার ২/১৫, ১৬; আল বাহরুর রায়েক ১/২৩৪

Loading