প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। হযরত হিন্দুদের দুর্গা পূজা, শ্বরসতী পূজা বা অন্য কোন পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান আছে সেসব অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান দেখলে বা উদযাপন করলে কি ঈমান চলে যাবে? ২। বিভিন্ন উরস বা মেলায় যেসব খাদ্যদ্রব্য বেচাকেনা করা হয় সেগুলো কি খাওয়া যাবে? ৩। হিন্দু বা অন্যান্য ধর্মের যেসব অনুষ্ঠান আছে সেসব অনুষ্ঠানে কোনো কিছু ক্রয় বিক্রয় করা এবং তা খাওয়া যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হিন্দুদের পূজা উদযাপন করলে আর ঈমান থাকে কি করে? এগুলো সব স্পষ্ট কুফরী কাজ।
প্রত্যেক মুসলমানের জন্য এ সকল অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকা জরুরী ও কর্তব্য।
২+৩। খাদ্য পাক ও হালাল হলে খাওয়া যাবে। কিন্তু উরস ও বিধর্মীদের উৎসব কেন্দ্রিক মেলাগুলোতে না যাওয়া চাই।
৩। খাদ্যদ্রব্য বা অন্য কোন হালাল বস্তু হলে বেচাকেনা করা জায়েয। মুশরিকদের দেবদেবী, তাদের কোন ধর্মীয় নিদর্শন বা পূজা ইত্যাদির সামগ্রী বিক্রি করা জায়েয হবে না। তবে অমুসলিমদের ধর্মীয় উৎসবে গিয়ে (বেচাকেনা বা অন্য কোন ভাবে) তাদের উৎসবের জৌলুস বাড়ানো ঈমানী চাহিদার খেলাফ।

Loading