প্রশ্ন : আসসালামু আলাইকুম । ফজরের সালাত জামাতে আদায় করে ইশরাকের সালাত কি বাসায় আদায় করা যাবে?
উত্তর :হ্যাঁ, নামাযের মাকরূহ ওয়াক্ত না হলে (অর্থাৎ সূর্যোদয়ের কমপক্ষে ১০ মিনিট পরে হলে) পড়া যাবে।-রদ্দুল মুহতার ১/৩৭০-৩৭২; আল বাহরুর রায়েক ১/৪৩৪
হ্যাঁ, নামাযের মাকরূহ ওয়াক্ত না হলে (অর্থাৎ সূর্যোদয়ের কমপক্ষে ১০ মিনিট পরে হলে) পড়া যাবে।-রদ্দুল মুহতার ১/৩৭০-৩৭২; আল বাহরুর রায়েক ১/৪৩৪
কপিরাইট © ২০২৪, মুফতী আবুল হুসাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।