প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১) বিতির নামায অনেক সময় ভুলে ২ রাকাআত পড়ে সালাম ফিরিয়ে দেই। সালাম ফিরানোর পর মনে হয় যে শেষ রাকাআত বাকী আছে সাথে সাথে দাড়িয়ে বাকী ১ রাকাআত আদায় করে নেই কিন্তু সাহু সিজদাহ দেই নাই। আমার নামায কি সুন্নাত মোতাবেক হয়েছে? নাকী সাহু সিজদাহ দিতে হবে? ২) এক জায়গায় পেয়েছিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে নফল নামায পড়া অবস্থায় ফজরের আগে নাকি ১ রাকাত বিতির পড়ে মিলিয়ে নিয়েছিলেন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। উক্ত নামাযে সিজদায়ে সাহূ না দিয়ে থাকলে পরবর্তীতে তা ক্বাযা করে নেওয়া জরুরী।-রদ্দুল মুহতার ২/৯২; তাতারখানিয়া ১/৭৪৭
২। উক্ত রেওয়ায়েত দ্বারা উদ্দেশ্য হল, দুই রাকাআতের সাথে একই সালামে এক রাকাআত মিলিয়ে নিয়েছিলেন।–বাজলুল মাজহুদ শরহে সুনানে আবূ দাউদ ৭/২৩৫
বুখারী ও মুসলিম শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘ নামায শেষে তিন রাকাআত বিতির পড়তেন।–সহীহুল বুখারী, হাদীস নং ১১৪৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৭৫৭

Loading