প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। হযরত যদি কেউ নেশায় পড়ে বা স্বাভাবিক থাকা অবস্থায় স্ত্রীকে মা বলে ডাকে তবে তার হুকুম কি? ২। যদি কেউ এশার ফরজ, সুন্নাত ও বিতির এর পর এশার নফল পড়ে এবং এরপর তাহাজ্জুদের নিয়তে দুই বা চার রাকাআত নামায পড়ে তবে তা তাহাজ্জুদ হবে কি? অর্থ্যাৎ তাহাজ্জুদ বিতিরের আগে পড়বো নাকি পরে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। স্ত্রীকে মা বলা গোনাহের কাজ। খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করে নিবেন। তবে এর দ্বারা কোন তালাক পতিত হবে না।–রদ্দুল মুহতার ৩/৪৭০; ফাতহুল কদীর ২/২৫২, ২৫৩
২। হ্যাঁ, ইশার পরে তাহাজ্জুদের নিয়তে দু-চার রাকাআত নফল নামায পড়লে তাহাজ্জুদের ছাওয়াব পাওয়া যাবে ইংশাআল্লাহ। তবে তা বিতিরের পূর্বে পড়া উত্তম।- তাবারানী, আল মুজামুল কাবীর, হাদীস নং ৭৮৭; রদ্দুল মুহতার ২/২৪; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/২২৩।