প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম আহমাদ রাখতে চাই। এত কোন সমস্যা আছে কি? নামের বাংলা লিখনি সঠিক হবে কোনটা “আহম্মাদ”, “আহমাদ”,“আহ্ মাদ” “আহাম্মাদ”, নাকি অন্য। সঠিকটি জানালে কৃতজ্ঞ হব। জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, কোন সমস্যা নেই। খুব সুন্দর নাম। সঠিক বানান আহমাদ।

Loading