প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। ডিজাইন করা পঞ্জাবী পড়লে কি সুন্নাত আদায় হবে না? ২। ডিজাইন করা রেডিমেট পঞ্জাবীর দামের তুলনায় বানানো এক কালার পঞ্জাবীর দাম কয়েকগুন বেশী তাই ডিজাইন করা পঞ্জাবী পড়লে কি খিলাফে সুন্নত হবে ? ৩। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ডিজাইন করা পাঞ্জাবী পড়েছিলেন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩। হ্যাঁ, সুন্নাত আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও নকশী করা কাপড় পরিধান করেছেন।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮১৩; শামায়েলে তিরমিজী, হাদীস নং ৬১, ৬৩, ৬৪

Loading