প্রশ্ন : আসসালামু আলাইকুম, ঢাকার কিছু কিছু মসজিদের মাঝখানে কবর দেখা যায় উক্ত মসজিদে নামায পড়া কি হারাম?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যদি কবর চারিদিক দিয়ে উঁচু দেয়ালে ঘেরা থাকে তবে উক্ত মসজিদে নামায পড়তে কোন অসুবিধা নেই।
তবে কোন শিরকী আকীদার ভিত্তিতে উক্ত কবরকে কেন্দ্র করে যদি মসজিদ হয়ে থাকে বা কেউ কবরের সন্মান প্রদর্শনার্থে কবরকে সামনে নিয়ে নামায পড়ে তবে জায়েয হবে না। আর কোন কারণে ঘটনাক্রমে মসজিদের মধ্যে কবর থাকলে এবং মনের মধ্যে উক্ত বিষয় না থাকলে কোন অসুবিধা নেই।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৭৪৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯০