প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আজ একটি মাসআলা দেখলাম যে, অফিসে একা কোন মহিলার সাথে একাকীত্বে থাকা যাবে না। আমার প্রশ্ন আমি লেফটে ওঠার ক্ষেত্রে অনেক সময় (১) আমি ও একজন মহিলা (২) কখনো আমি ও বেশ কিছু মহিলা (৩) কখন আমরা অনেক পুরুষ ও অনেক মহিলা (৪) কখনো আমরা অনেক পুরুষ ও একজন মহিলা থাকে। এ ক্ষেত্রে কি বিধান প্রযোজ্য হবে? যেহেতু লিফটে অনেক অল্প সময় থাকতে হয়। জানালে কৃতজ্ঞ ও উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
প্রশ্নে উল্লেখিত প্রথম ও চতুর্থ সূরত নিষিদ্ধ। হাদীস শরীফে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। দ্বিতীয় ও তৃতীয় সূরত জায়েয।–সহীহুল বুখারী, হাদীস নং ৫২৩৩; সহীহ মুসলিম, হাদীস নং ৫৮০৬; ফাতহুল মুলহিম ৬/৪৯১

Loading