প্রশ্ন : আসসালামু আলাইকুম বিউটি পার্লারের ব্যবসা যদি কেউ করে তাহলে কি গোনাহ হবে বা জায়েয হবে? আশা রাখি ইসলামের দৃষ্টিতে সুন্দর করে উত্তর দিবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
বর্তমান বিউটি পার্লারগুলোতে বেশ কিছু নাজায়েয কাজ করা হয়। যেমন ভ্রু চিকন করা, মহিলাদের চুল কাটা, কাফেরদের অনুকরণে চুলের স্টাইল করা, পুরুষদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা ইত্যাদি। এ ধরনের নাজায়েয কাজগুলো থেকে বেঁচে থেকে পর্দা পুশিদার সাথে যদি শরয়ী সীমারেখার মধ্যে থেকে সাজগোজের সেবা দেওয়া হয় তবে তা বৈধ। এক্ষেত্রে পার্লারে যে সকল সার্ভিস দেওয়া হয় তা কোন বিজ্ঞ আলেমের নিকট বিস্তারিতভাবে পেশ করে সেগুলোর হুকুম জেনে নেওয়া কর্তব্য। তবে এ ধরনের কাজকে কোন মুমিনের জন্য পেশা হিসেবে গ্রহন না করাই উচিৎ। সাজগোজ শরয়ী দৃষ্টিকোণ থেকে এমন কোন বিষয় নয় যে, এর জন্য আলাদা কোন শিল্প গড়ে উঠবে। হ্যাঁ, শরীয়ত বৈধ স্থানে (যেমন স্বামীর নিকট) মহিলাদের সৌন্দর্য ও সাজসজ্জা প্রদর্শনকে উৎসাহিত করে। তবে সেটা মহিলারা ঘরোয়া পরিবেশে নিজেরাই সাধ্য অনুযায়ী করবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৮৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬৬৯; সুনানে তিরমিজী, হাদীস নং ২৬৯৫

Loading