প্রশ্ন : আসসালামু আলাইকুম, চার রাকাআত বিশিষ্ট নামাযে ভুলে ৩য় রাকাআতে তাশাহহুদ (আত্তাহিইয়্যাতু লিল্লাহি ওয়াস্সলাওয়াতু ওয়াত তায়্যিবাত পর্যন্ত) পড়ি তাহলে কি সাহু সিজদাহ দিতে হবে ? কতটুকু পর্যন্ত পড়লে সাহু সিজদাহ দিতে হবে এবং কতটুকু পর্যন্ত পড়লে সাহু সিজদাহ দিতে হবে না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তিন তাসবীহ (রুকু বা সিজদার) পরিমাণ বসলে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে। কাজেই প্রশ্নে উল্লেখিত পরিমাণ পড়লে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে না।–হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ২৫৮; ফিকহী মাকালাত ২/২২৮-২৩২

Loading