প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি এতদিন জানতাম গোসলের ফরজ ৩টি যথা- ১. গড়গড়া সহ কুলি করা ২। নাকের নরম জায়গায় পানি পৌছানো ৩. সমস্ত শরীর ধৌত করা। কিন্তু এক মুফতী সাহেব বললেন যে, গড়গড়া সহ মুখে পানি দেয়া এবং নাকের ভিতরে পানি পৌছানো সুন্নত ফরজ নয়। আসলেই কি তাই ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উক্ত মুফতী সাহেবের কথা সঠিক নয়। গোসলের ফরজ তিনটি। যথা-
১। উত্তমরুপে একবার কুলি করা।(সূরা মায়িদাহ, আয়াত নং ৬)
২। নাকের নরম স্থান পর্যন্ত একবার পানি পৌছান। (সূরা মায়িদাহ,আয়াত নং ৬)
৩। সমস্ত শরীরে ভালভাবে একবার পানি পৌছান। (সূরা মায়িদাহ, আয়াত নং ৬; সহীহ বুখারী, হাদীস নং ১৫৯,রদ্দুল মুহতার ১/৫১)
উল্লেখ্য যে, গড়গড়া করা ফরজ নয় বরং মুস্তাহাব।