প্রশ্ন : আমার পাশের বাড়ির একজন লোক মারা গেছেন এবং তিন দিন পর শিন্নি করে এবং আমাকে দাওয়াত দেয় আমি যাইনি কিন্তু তারা আমার বাড়িতে খাবার পাঠিয়েছে এখন এই খাবার খাওয়া কি আমার জন্য জায়েয? এই খাবার নষ্ট হলে এই দায়ভার কার?

উত্তর :

গরীব কাউকে দিয়ে দিবেন। অবশ্য আপনি গরীব হলে আপনিও খেতে পারেন।–ইমদাদুল আহকাম ১/১৮৯

Loading