প্রশ্ন : ১। ছয় মাস পর্যন্ত গর্ভধারণের পর সিজারের মাধ্যমে মৃত সন্তান প্রসব হয়, এমতাবস্থায় এই সন্তানের জন্য জানাযা পড়তে হবে কি ? ২। উক্ত সন্তানের গোসল দিতে হবে কি? ৩। উক্ত সন্তানের দাফন কোথায় করবে? ৪। যদি দাফন করার জন্য মাটি না পায়, কিংবা মাটি আছে তবে তা বেশ দূরে থাকে এবং দুঃসাধ্য হয়, তখন কি করবে? ৫। যদি দাফন না করে কোন ময়লার ডাস্টবিনে ফেলে দেয়া হয় তাহলে এর হুকুম কি?
উত্তর :১+২। এমন বাচ্চাকে গোসল দিবে এবং সুন্দর নাম রাখবে। তবে জানাযা পড়তে হবে না।
৩+৪+৫। একটি কাপড়ে পেঁচিয়ে কবরস্থানে দাফন করে দিবে। আশপাশে কবরস্থান না থাকলে অন্য কোথাও (যেখানে সাধারণত মানুষের কবর দেওয়া হয়) দাফন করবে। ডাস্টবিনে ফেলা কখনো জায়েয হবে না।
সুত্রসমূহঃ ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯; হিদায়া ১/১৮১; বাদায়েউস সানায়ে ১/৩০৭; রদ্দুল মুহতার ২/২২৮