প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত, ১। আমার প্রশ্নটি যদি অশালীন পর্যায়ে পড়ে তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী, স্ত্রী যদি স্বামীর লিঙ্গ চুষে এবং এতে যদি স্বামীর বীর্য বের না হয় তাহলে গোসল ফরজ হবে? ইসলামের আলোকে দলীল সহ জানতে চাই। ২। আর একটা প্রশ্ন, শরয়ী মাসআলার কোন এ্যাপস্ আছে কিনা? থাকলে লিংকটা দিলে উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, বীর্যপাত না হলে গোসল ফরজ হবে না। কেননা গোসল ফরজ হবার কোন কারন এখানে পাওয়া যায়নি। তবে এটি সম্পূর্ণ নাজায়েয ও গোনাহের কাজ।–ফাতহুল কদীর ১/৬৪; তাতারখানিয়া ১/১৫৪
আপনি আরো জানতে এই লিঙ্কটি ভিজিট করতে পারেন
http://muftihusain.com/ask-me-details/?poId=1278
২। আমার জানা নেই। আমার ওয়েবসাইটে প্রদেয় ইসলামিক ওয়েবসাইটগুলোতে খুঁজে দেখতে পারেন।

Loading