প্রশ্ন : আস্সালামু আলাইকুম। মুহতারাম, কোন কারেণ চুল পাকলে যুবক যুবতীরা কি চুলে কালার করতে পারবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
বার্ধক্যের কারনে চুল পেকে থাকলে কালো খেযাব ব্যবহার করা জায়েয নেই। অন্য রং জায়েয আছে। তবে কোন রোগ বা সমস্যার কারনে যুবক যুবতীদের চুল বয়সের আগেই পেকে গেলে কালো খেযাব ব্যবহারের সুযোগ রয়েছে। যদিও এক্ষেত্রে খালেছ কালো ব্যবহার না করে কিছুটা লালচে ধরনের খেযাব ব্যবহার করা উত্তম।–ফাতহুল বারী ১০/৩৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৯; ইমদাদুল আহকাম ৪/৩৪৭,৩৪৮