প্রশ্ন : আসসালামু আ’লাইকুম। প্রশ্ন: বালতি, ড্রামের পানিতে (১) সাবানের পানি বা সাবান পড়ে গেলে কি পানি নাপাক হয়ে যাবে? (২) কতটুকু সাবানের পানি বা, সাবান পড়লে নাপাক হবে? (৩) অসাবধানতাবশতঃ পানি নাপাক হয়ে গেলে এবং পানি আর পাওয়া না গেলে কি ঐ নাপাক পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে? (৪) পানি কী কী ভাবে নাপাক হয় এবং সেই পানি পাক করার উপায় একটু বিস্তারিত জানালে অনেক উপকৃত হতাম। জাযাকাল্লাহ্ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। সাবান বা সাবানের পানি বালতি বা ড্রামের পানিতে পড়লে তা নাপাক হবে না। তবে যদি এ পরিমাণে পড়ে যে, পানির পাতলামি ও চলমানতা দূর হয়ে যায় তখন তা দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েয হবে না।
৩। না।
৪। অল্প পানিতে যে কোন নাপাকী পড়ার দ্বারা তা সাথে সাথে নাপাক হয়ে যায়। আর বেশি পানিতে কোন নাপাকী পড়লে যতখন পর্যন্ত পানিতে উক্ত নাপাকীর স্বাদ, গন্ধ বা রঙ এর কোন একটি গুন প্রকাশ না পায় ততক্ষণ পানি নাপাক হয় না। সব পানি পাক করা যায় না। এভাবে ঢালাওভাবে প্রশ্ন না করে নির্দিষ্ট কোন সূরত উল্লেখ করে উত্তর জেনে নিন।
সুত্রসমূহঃ –মারাকীল ফালাহ, পৃষ্ঠা ১০; আল বাহরুর রায়েক ১/১৮৩-২২৫

Loading