প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। ৪ রাকাআত ওয়ালা সলাতে প্রথমে ওয়াজিব তরক হয়, সাহু সিজদাহ দিবো কিন্তু (শয়তানে ভুলিয়ে দেয়) সালাম ফিরানোর পর মনে পরে এখন কি ঐ সলাত নষ্ট হয়ে গেছে? ২। অনেক সময় একই সলাতে যদি ২-৩ বার ওয়াজিব ছুটে যায় তাহলে কি একবার সাহু সিজদাহ দিলেই কি হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1513
২। হ্যাঁ, একটি সিজদায়ে সাহূ দিতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৪৫৫