প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার ছেলের বয়স তিন বছর দশ মাস। সে তার আম্মুর সাথে মাদ্রাসায় নিয়মিত যাওয়া আসা করে । কিন্তু এতদিন পড়ার কোন চাপ ছিল না। কায়দা থেকে যতটুকু পারতো পড়তো। কিন্তু আজ সকালে হুজুর বললেন, আমার ছেলেকে পড়ায় চাপ দিতে হবে। তাই ভর্তি করাতে। এখন আমি কি করবো? কারণ আমি সাধারণত জেনারেল লাইনে যতটুকু জানি যে, 5-6 বছরের নিচে বাচ্চাকে ভর্তি করালে মাথার ব্রেনে চাপ পড়ে। তাই ভয় পাচ্ছি। আবার দ্বিনী এলেমের ক্ষেত্রে বয়স কম হলে সমস্যা নাও হতে পারে। আমি বুঝতে পারছি না কি করবো? কারণ আমাদের বংশে কোন আলেম নেই। তাই আপনি যেহেতু অভিজ্ঞ তাই আপনার পরামর্শ একান্ত কাম্য।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
কমপক্ষে পাঁচ বছরের পূর্বে পড়ালেখার জন্য চাপ প্রয়োগ করা বেমানান ও অমানবিক। আর তিন বছর বয়সে তো ভর্তি করার প্রশ্নই আসে না। হ্যাঁ, এই বয়সে পড়ালেখা সে করতে পারে তবে কোন বাধ্যবাধকতার আওতায় নয়। বরং অন্যদের থেকে শুনে শুনে বা নিজে নিজে উৎসাহিত হয়ে যা পড়বে তা-ই যথেষ্ট। এখনি চাপাচাপির কারনে তার অন্তরে ইলম শিক্ষার প্রতি বিরূপ প্রতক্রিয়া সৃষ্টি হলে ভবিষ্যতে এই লাইনেই তাকে টিকিয়ে রাখা কষ্টকর হতে পারে। তবে ধীরে ধীরে তার সাধ্যের মধ্যে কিছু কিছু করে শিক্ষা দেওয়া যেতে পারে এবং হেকমতের সাথে এই শিক্ষার গুরুত্ব তাকে বুঝানো যেতে পারে।

Loading