প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমাদের অফিসে একজন কাজের বুয়া আছে। আমাদের অফিসটি ফ্ল্যাট সিস্টেম। অনেক সময় কাজের বুয়া আর আমি থাকা অবস্থায় আর কেউ থাকে না। যেহেতু আমার কাজ থাকে আর বুয়ারও রান্নার ব্যস্ততা থাকে তাই দুজনের কেউই বাহিরে না গিয়ে নিজেদের কাজে ব্যস্ত থাকি? এতে কোন অসুবিধা আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, এভাবে কোন গাইরে মাহরাম মহিলার সাথে একাকীত্বে অবস্থান করা যাবে না। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
অর্থঃ কোন পুরুষ যেন কখনো তার কোন মাহরাম ব্যতীত কোন মহিলার সাথে একাকীত্বে অবস্থান না করে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫২৩৩; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩৬
অন্য হাদীসে আছে কোন পুরুষ কোন মহিলার সাথে একাকীত্বে অবস্থান করলে শয়তান তাদের তৃতীয়জন হয়।–সুনানে তিরমিজী, হাদীস নং ১১৭১

Loading