প্রশ্ন : আমি আমার স্ত্রী সাথে যদি পেছনের রাস্তা ব্যবহার করি এবং সেও এতে অভস্ত হয়ে যায় তবে তা জায়েয হবে কি? যদি আমার স্ত্রী নিজেই পেছনের রাস্তা ব্যবহারে আগ্রহী হয় তবে তা জায়েয হবে কি?
উত্তর :না, স্ত্রী সম্মত হলেও পেছনের রাস্তায় সঙ্গম করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। পিছনের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে উভয়ে খালেছভাবে তাওবা করে নিবেন এবং ভবিষ্যতে এমনটি করা থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِى دُبُرِهَا
অর্থঃ যে স্ত্রীর পেছনের রাস্তায় সঙ্গম করে তার উপর অভিসম্পাত।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১৬৪;