প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর। আমি একদিন আমার এক বন্ধুর সাথে বলেছিলাম যে, প্রত্যেক অকল্যাণের মাঝে কল্যাণ নিহিত। কিন্তু এই কল্যাণ কি আল্লাহ সবাইকে দেয়? যেমন- বৃষ্টি কারো জন্য ভালো আবার কারো জন্য ক্ষতির। একথা বলার পর মনে হলো যে আমার আসলে এরকম বলা ঠিক হয়নি। হুজুর, এখন আমার প্রশ্ন হলো- উপরের কথায় আমার ঈমান চলে যায়নি তো? জাযাকাল্লাহ।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, উক্ত কথার দ্বারা ঈমান চলে যায়নি।