প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) ছারছিনা পীরের অনুসারী আলেমের পিছনে নামায পড়া যাবে কি? ২) উক্ত মসজিদ ছাড়া যদি আর কোন মসজিদ আশেপাশে না থাকে তাহলে কি একা একা নামায পড়বো না তাদের সাথেই শরীক হবো?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। তাদের বেশ কিছু ভ্রান্ত আকীদাহ রয়েছে। যেমন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাজির নাযির ও আলিমুল গায়েব মনে করে। অথছ এগুলো স্পষ্ট কুফরী আকীদাহ। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য হল এ ধরনের আকীদাহ পোষণকারী বিদআতী ইমামকে অপসারণ করে মুত্তাকী কোন ইমামকে নিয়োগ দেওয়া। কোন মসজিদে এমন বিদআতী ইমাম থাকলে যদি অন্যত্র গিয়ে নামায পড়া যায় তবে তা-ই করবে। আর অন্যত্র যাওয়া অসুবিধা হলে তাদের পিছনেই নামায পড়বে। সেক্ষেত্রে নামায হয়ে যাবে এবং জামাআতের ছাওয়াবও পাওয়া যাবে। এমতাবস্থায় জামাআত তরক করবে না।–সূরা আনআম, আয়াত ৫৯; রদ্দুল মুহতার ১/৫৬৩; কাযীখান ১/৯২