প্রশ্ন : আমার এক পরিচিত ভাই নিজের বউকে মোবাইলে রাগবশত বলেছে “আমি তোমাকে তালাক দিলাম” কোন সংখ্যা বলেনি। সে সোমালিয়াতে থাকে। কয়েকদিন পর বাড়ী যাবে। ঘটনাটি প্রায় ৩ মাসের বেশী সময় আগের। এখন এই অবস্থায় কয় তালাক পড়েছে? কি করণীয়?
উত্তর :প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত ব্যক্তির স্ত্রীর উপর এক তালাকে রজঈ পতিত হয়েছে। যদি তার স্ত্রীর ইদ্দত তথা তালাক দেওয়ার পর পরিপূর্ণ তিন হায়েয অতিবাহিত হয়ে থাকে তবে তালাকটি বায়েনে পরিণত হয়েছে। সেক্ষেত্রে তার সাথে ঘর সংসার করতে চাইলে দুজন সাক্ষীর সামনে পুনরায় মোহর ধার্য করত নতুনভাবে ঈজাব কবূলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর যদি তার ইদ্দত অতিবাহিত না হয়ে থাকে তবে ইদ্দতের মধ্যে তাকে ফিরিয়ে (যেমন স্বামী বলল আমি তোমাকে ফিরিয়ে নিলাম) নেওয়ার দ্বারা সে তার স্ত্রী হিসেবে বহাল থাকবে। তবে ভবিষ্যতে তিনি দুটি তালাকের মালিক থাকবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৫৪, ৩৭৯, ৪৭০; তাবয়ীনুল হাকায়েক ৩/১২৬; রদ্দুল মুহতার ৩/৩৯৯, ৪০০; তাতারখানিয়া ৩/৬০৭