প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) মুসলিম ও মুমিনের মধ্যে পার্থক্য কি ? ২) মুসলিম ও মুমিনের মধ্যে আল্লাহর কাছে কার মর্যাদা বেশী ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। এ ব্যাপারে দুটি মত রয়েছে। মতগুলো জানার পর আপনিই বুঝতে পারবেন আল্লাহর কাছে কার মর্যাদা বেশী?
এক. দুটি সমার্থবোধক শব্দ।
দুই. উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যারা পার্থক্যের কথা বলেন তাদের মধ্যে আবার মতবিরোধ রয়েছে।
(ক) কেউ কেউ বলেন মুসলিম হল ঐ ব্যক্তি যিনি জবান দ্বারা স্বীকৃতি দেন যদিও অন্তর থেকে সত্যায়ন না করেন। আর মুমিন হল যিনি অন্তর থেকে সত্যায়ন করেন।
(খ) কেউ কেউ বলেছেন একটি অপরটির বিপরীত। মুমিন হল যিনি অন্তর থেকে সত্যায়ন করেন। আর মুসলিম হল যিনি জবানের স্বীকৃতির পাশাপাশি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য মেনে নেন। তবে একটির জন্য অন্যটি জরুরী। অর্থাৎ কেউ মুমিন ব্যতীত মুসলিম হতে পারবে না এবং কেউ মুসলিম ব্যতীত মুমিন হতে পারবে না। এই মতটিই অধিকতর সহীহ।
(গ) কেউ কেউ বলেছেন মুমিন হল ঐ ব্যক্তি যিনি অন্তর থেকে সত্যায়ন এবং জবান দ্বারা স্বীকৃতির পাশাপাশি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য মেনে নেন। আর মুসলিম হল যিনি আমলের দিক দিয়ে আনুগত্য করেন।–উমদাতুল ক্বারী শরহুল বুখারী ২/১১৫; তাকী উসমানী, ইনআমুল বারী ১/২৯৭-৩০২