প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) আমার ছেলের আকীকা করবো। আমরা গিফটের জন্য কোন লোক বসাবো না তার পরেও যদি আকীকাতে কেউ দাওয়াত খেতে এসে খুশি হয়ে কিছু দেয় যেমন স্বর্ণ, টাকা, গিফট ইত্যাদি তবে তা নেয়া জায়েয হবে কি? আর নিলে আকীকার সাওয়াব ও বরকত কমে যাবে কি? ২) ছেলেদের আকীকায় কয়টি খাসি দিতে হয়? যদি একটি খাসি দিয়ে করি তবে তা হবে কি? ৩) আমার ছেলে ০৫.০৫.২০১৪ সালের সোমবার দিন হয়েছে। তার আকীকা কি বারে করলে ভালো হবে।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
(১) যদি আসলেই মহব্বতের খাতিরে এবং আপনাদের কর্তৃক কোন চাপাচাপি বা ইশারা ইঙ্গিত ছাড়াই কেউ কিছু দেয় তবে নিতে কোন অসুবিধা নেই। যদিও বর্তমান জামানার প্রেক্ষাপট অনুযায়ী কাউকে কোনকিছু না আনার অনুরোধ করা উচিত। কেননা বর্তমানে সামাজিকভাবে এধরনের দাওয়াতে কোন উপঢৌকন দেওয়া জরুরী মনে করা হয়। আর না দেওয়াকে দোষনীয় মনে করা হয়। আর অনেকে তো লাভের আশায় এধরনের অনুষ্ঠান করে থাকে এবং পরবর্তীতে আয় ব্যয়ের হিসাব মিলায়।
(২) একটি দিলেও আদায় হয়ে যায় তবে দুটি দেওয়া উত্তম।–সুনানে তিরমিজী, হাদীস নং ১৫১৯; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৮৩৬
(৩) সপ্তম দিনের গুণিতকে তথা রবিবার করা উত্তম হবে।–মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭৫৯৫