প্রশ্ন : আসসালামু আলাইকুম আমাদের পরিবারের কিছু শত্রু আছে। তারা কুফরী কালাম, যাদু, বান মারা ইত্যাদি করে থাকে। আল্লাহর রহমতে আমাকে কিছু করতে না পারলেও আমার পরিবারের অন্যকে কয়েকবার বান মেরেছে এবং ভবিষ্যতেও মারতে পারে। আমি প্রত্যেক দিন সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইয়াছীন ও সুরা মুলক তেলাওয়াত করি (আমি ছাড়া আমার পরিবারের অন্য কেউ সহীহভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না)। এখন প্রশ্ন হলো বান ও যাদু থেকে আমার পরিবারকে হেফাজত করার জন্য কি করতে পারি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
আপনি তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাযের পর এবং ঘুমানোর পূর্বে সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসী তিলাওয়াত করার জন্য বলতে পারেন। অনুরূপভাবে সকাল সন্ধায়ও আয়াতুল কুরসী পড়তে বলবেন। আর রাতে ঘুমানোর পূর্বে সূরা নাস, ফালাক ও ইখলাছ পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিবে। এতেই তারা নিরাপদে থাকবে ইংশাআল্লাহ। আর তাদের কুরআন শরীফ তো শিখতেই হবে। তাছাড়া এই সূরাগুলো আয়ত্তে আনাও খুব সহজ।–সহীহুল বুখারী, হাদীস নং ৩২৭৫, ৫০১৬; সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৪৩; সুনানে নাসায়ী, হাদীস নং ৫৪৪৪, ৫৪৯৪; সুনানে তিরমিজী, হাদীস নং ২৮৭৯