প্রশ্ন : আসসালামু আলাইকুম এক ছেলে একটি দোকানে কাজ করে, দোকানের কাজের সময় দোকানের বস নিজের পার্সোনাল কাজের জন্য তাকে মটর সাইকেলের পিছনে বসিয়ে কোন এক জায়গায় নিয়ে যায়। অতঃপর এক্সিডেন্ট হয়। এক্সিডেন্টে বস সামান্য ব্যাথা পেলেও কর্মচারীর হাতের ঘাড়ের রক ছিড়ে যায়। তার অপারেশনের জন্য ৫-৭ লক্ষ টাকা লাগবে। মালিক পক্ষ দায়ভার নিতে রাজী নয়, সে বলে যে এক্সিডেন্ট তো আমারও হয়েছে, আরও বলে এক্সিডেন্ট তো ভাগ্যে ছিলো তাই হয়েছে তার দায়ভার আমি নিবো না। আর কর্মচারীর এত টাকা নাই বিধায় অপারেশন ছাড়াই এক হাত নিয়ে বাসায় বসে দিন কাটাচ্ছে। ইসলামের ফয়সালা কি? এখন দায়ভার কি মালিক পক্ষের নাকি কারোই নয় ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যদি অনাকাঙ্ক্ষিতভাবে এক্সিডেন্ট হয়ে থাকে তবে মালিকের জন্য এর দায়ভার গ্রহন করা ওয়াজিব নয়। তবে মালিকের নৈতিক দায়িত্ব হল, এক্ষেত্রে তাকে চিকিৎসা করানো বা তাকে সাধ্যমত সহযোগিতা করা। আর যদি মালিকের পক্ষ থেকে এমন কোন ত্রুটির কারনে এক্সিডেন্ট হয়ে থাকে যা এড়ানো যেত বা সম্ভব ছিল অথবা সে ইচ্ছাকৃতভাবে এক্সিডেন্ট ঘটিয়ে থাকে তবে তার চিকিৎসার দায়ভার নেওয়া জরুরী।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৪৩; শরহে মাজাল্লাহ, পৃষ্ঠা ৪২৬