প্রশ্ন : Assalamu ali kum shiakh Amar nam injamanul, amar mama maijbhandar kore. Ak din onar satha kotha bolte bolte uttejonai maijbhandari kafer bole felchi, bolar sathe sathe amar mone hochche bola ta thik hoyni. ami shunechi kawke kafer bolle se jodi kafer na hoy tahole je bolse se kafer hoye jai. Tai amar khub voy kortese akhon ami ki korte pari shaikh ? Janale khub upokar hoto. ALLAH apnake uttom khair dan koruk
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
মাইজভাণ্ডারীর একাধিক স্পষ্ট কুফরী আকীদাহ রয়েছে। তার মধ্য থেকে এমন কিছু আকীদাহ রয়েছে যা মানুষ বিশ্বাস করলে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়। যেমন তাদের রত্নভাণ্ডার (পৃষ্ঠা ২; প্রকাশক সৈয়দ মুনিরুল হক; অষ্টম সংস্করণ ১৯৯৭) নামক কিতাবে রয়েছে আল্লাহ্ হলেন আহাদ আর মাইজভাণ্ডারী হল আহমাদ। এই আহাদ ও আহমাদের মধ্যে পার্থক্য হল কেবল মীম হরফের। নতুবা আল্লাহ ও মাইজভাণ্ডারীর মধ্যে কোন পার্থক্য নেই।
সে মতে আপনার কথাটি খুব একটা বিচিত্র হয়নি। তবে ভবিষ্যতে কারো ব্যাপারে নিশ্চিতভাবে না জেনে এমনটি বলা থেকে বিরত থাকবেন।