প্রশ্ন : আসসালামু আলাইকুম মুহতারাম, বর্তমানে বিভিন্ন দিবস উপলক্ষে, জন্মদিন উপলক্ষে, বিবাহ বার্ষিকী উপলক্ষে কার্ড বানানো হয় বা কম্পিউটারে কার্ডের ডিজাইন করে বিক্রয় করা হয়। মুহতারাম, এখন আমার প্রশ্ন হলো- কার্ড বানানো বা কম্পিউটারে কার্ডের ডিজাইন করে তা বিক্রয় করা ইসলামে জায়েয আছে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যে সকল দিবস পালন করা জায়েয নেই (যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি) সেগুলোর কার্ড বিক্রি করা বা তার ডিজাইন করা মাকরূহে তাহরীমী। –রদ্দুল মুহতার ৪/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ৪/৯৯; আল বাহরুর রায়েক ৫/২৪০