প্রশ্ন : আসসালামু আলাইকুম মা-বাবার নিষেধ থাকা সত্ত্বেও নিজে দ্বীন শেখার জন্য এবং আখলাক সুন্দর করার জন্য চিল্লায় যাওয়া যাবে কি ? কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত জানতে চাই ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
শরয়ী কোন উযর ব্যতীত পিতা-মাতা দ্বীন শিক্ষার জন্য তাবলীগে যেতে নিষেধ করলে তাদের কথা মানা জরুরী নয়।-রদ্দুল মুহতার ৬/৪০৮; ফাতাওয়া মাহমূদিয়া ৪/২৫৫