প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আজকে আরেকটি ব্যবসার বিষয়ে প্রশ্ন করছি: আমাদের অফিসের যত ছাপার কাজ আছে যেমন খাতা, ডায়েরী, গেঞ্জি, কলম, ক্যালেন্ডার ইত্যাদি। যিনি এগুলো ছাপান তার সাথে আমি ব্যবসায়ের ব্যাপারে আলাপ করে ছিলাম। তিনি আজ ফোন করে ছিলেন বললেন, আমাদের অফিসের বর্তমান যে অর্ডারটি তিনি করছেন তাতে তার মোট ৩০০০০০/- টাকার মত লাগবে। এখন তিনি আমাকে বলছেন অর্ডারের কাজ করা প্রায় শেষের দিকে কিন্তু তার কাছে প্রেসে দেয়ার মত টাকা নেই। বর্তমানে ১৫০০০০/- টাকা দিলে তিনি কাজটি করিয়ে আনতে পারেন। সাপ্তাখানিকের মধ্যেই আমাদের অফিসের পেমেন্ট যখন দেয়া শুরু হবে তখন তিনি আমার টাকা আগে পরিশোধ করবেন। এবং ব্যবসায়ে যা লাভ হবে তার থেকে আমাকেও কিছু লাভ দিবেন। লাভ কত হবে তা এখনো শিওর না। যা হয় তা থেকে আলোচনা সাপেক্ষে আমাকে কিছু পরিমান দিবে। আমি আমার মামাকে এবং অফিসের চেয়ারম্যান সারকে জানিয়েছি তারা দিতে বলেছেন। যা লাভ দিবে তার থেকে আমি মামার সাথে আলোচনা করে মামা কিছু আর আমি কিছু লাভ নিবো। এখন আমার প্রশ্ন এভাবে ব্যবসা জায়েয হবে কি? আপাতত টাকা দিয়ে দিচ্ছি। যেহেতু তার আজই (২০.১২.১৭) প্রয়োজন। যদি ব্যবসা হালাল না হয় তবে লাভ নিবো না এবং কিভাবে করলে হালাল হবে জানালে কৃতজ্ঞ ও উপকৃত হবো। অনুগ্রহ করে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উক্ত ব্যক্তি যদি প্রেসের সাথে চুক্তি করার পূর্বে আপনার সাথে চুক্তি করে তবে জায়েয হবে। সেক্ষেত্রে উক্ত ব্যবসায় আপনি তার সাথে শরীক হয়ে আপনারা উভয়ে প্রেসের সাথে চুক্তিতে আবদ্ধ হবেন। যদিও প্রেসের সাথে চুক্তির সময় আপনার উপস্থিতি জরুরী নয়। আর লভ্যাংশের ক্ষেত্রে উভয়ে প্রত্যেকের অংশ চুক্তির পূর্বে নির্ধারিত করে নিবেন। যেমন তিনি ৫০% আর আপনি ৫০% অথবা উভয়ের সম্মতিতে যেভাবে ইচ্ছা চুক্তি করতে পারেন। আর আপনার মামা অনুরূপভাবে আপনার সাথে চুক্তি করবেন। তবে প্রেসের সাথে চুক্তি করার পর যদি উক্ত ব্যক্তি আপনার থেকে পুঁজি নিয়ে থাকে তবে আপনি তা থেকে কোন লাভ গ্রহন করতে পারবেন না। ভবিষ্যতে এধরনের কোন কাজ নেওয়ার পূর্বেও যদি আপনারা উভয়ে চুক্তি করে পরবর্তীতে কোন কাজ হাতে নেন তবে তা থেকে পূর্ব চুক্তি অনুযায়ী লভ্যাংশ গ্রহন করতে পারবেন।–আল বাহরুর রায়েক ৫/৪৬৯; বাদায়েউস সানায়ে ৬/১৬২