প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো: ১/ মিসওয়াক করা কখন কখন সুন্নাত? হায়াতে যিন্দিগী কোন কোন অবস্থা উপর? ২/ উযুর পর যদি মনে আসে মেসওয়াক করা হয়নি তাহলে উযুর পর নামায শুরুর আগে শুধু মিসওয়াক করে নামায পড়লে মিসওয়াকের সুন্নাতের হক আদায় হবে কি? বা যখন মনে পড়ে সাথে সাথে মিসওয়াক করলাম তাহলে কি হবে? না নতুন এই মেসওয়াক করে আবার উযু করতে হবে? ৩/ নিম গাছের ডাল দিয়ে মিসওয়াক করলে কি সুন্নাত আদায় হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত স্থানসমূহে মিসওয়াক করা সুন্নাত-
উযূতে কুলি করার সময়, ঘুম থেকে উঠার পর, দীর্ঘক্ষণ চুপ থাকার দ্বারা বা অন্য কোন কারনে মুখে দুর্গন্ধ হলে, দাঁতে ময়লা লেগে থাকলে বা দাঁত হলুদ হলে, কোন জনসমাগমে যাওয়ার পূর্বে, কুরআন তিলাওয়াতের পূর্বে। তবে উযূতে মিসওয়াক করা তাকীদপূর্ণ।– ফাতহুল কদীর ১/২৮(শামেলা); আল বাহরুর রায়েক ১/৫৫; আল মুহীতুল বুরহানী ১/৪২
“হায়াতে জিন্দিগি কোন কোন অবস্থা উপর?” এই প্রশ্নটি আমি বুঝিনি।

২। হ্যাঁ, ভুলে ছুটে গিয়ে থাকলে পরবর্তীতে মনে আসার পর শুধু মিসওয়াক করলে হক আদায় হয়ে যাবে ইংশাআল্লাহ।-সহীহুল বুখারী, হাদীস নং ২১৪; সহীহ মুসলিম, হাদীস নং ৬১২

৩। হবে।

Loading