প্রশ্ন : আসসালামু আলাইকুম শরীর পাক থাকলেও ভুলে নাপাক প্যান্ট নিয়ে নামায আদায় করি, পরের ওয়াক্ত আসলে আমার স্মরন হয়, সাথে সাথে আমি প্যান্ট পরিবর্তন করি। এতে কি আমার নামায হয়েছে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
পেশাব, রক্ত , বীর্য ইত্যাদি এধরণের তরল নাপাকী লেগে থাকলে যদি তা একটি কাঁচা টাকার অর্থাৎ হাতের তালুর নীচ স্থান পরিমাণের সমান হয় তবে তা না ধুয়ে নামায পড়লে নামায হয়ে যাবে। যদিও স্বেচ্ছায় এমনটি করা মাকরূহ। আর এর চেয়ে বেশী হলে নামায সহীহ হবে না পুনরায় পড়তে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮; বাদায়েউস সানায়ে ১/১৩৪ (শামেলা)